ইউক্রেনের শান্তি আলোচনার নতুন প্রস্তাব, পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহ জেলেনস্কির

যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসতে চায় ইউক্রেন। এ লক্ষ্যে আগামী সপ্তাহেই আলোচনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। এক মাস আগে আলোচনা স্থগিত হওয়ার পর এটি প্রথম প্রস্তাব। খবর আল জাজিরার।

শনিবার জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “যুদ্ধ বন্ধে যা কিছু করা প্রয়োজন, তা করা উচিত। রাশিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ঠিক হবে না।” তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার আগ্রহও পুনর্ব্যক্ত করেন।

জেলেনস্কি জানান, প্রতিরক্ষা কাউন্সিলের সদ্য নিয়োগপ্রাপ্ত সেক্রেটারি রুস্তেম উমেরভ আলোচনার জন্য রাশিয়ার পক্ষকে প্রস্তাব দিয়েছেন। আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব পর্যায়ের বৈঠকের ওপর জোর দেন তিনি।

তবে কিয়েভের এ প্রস্তাবের পর এখনও পর্যন্ত মস্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রুস্তেম উমেরভ এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তুরস্কে অনুষ্ঠিত আলোচনায় বন্দী ও মরদেহ বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার তাকে শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে মার্কিন নির্বাচনী হাওয়া বইতে শুরু করায় আলোচনার নতুন মাত্রা যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতিতে যেতে ৫০ দিনের সময়সীমা দিয়েছেন। তা না হলে রাশিয়ান তেলের ক্রেতা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এ নতুন মোড় আন্তর্জাতিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.