এলআর গ্লোবালকে অ-তালিকাভুক্ত কোম্পানিতে করা বিনিয়োগ ফিরিয়ে আনার নির্দেশ

অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে ছয় মিউচুয়াল ফান্ডের তহবিল থেকে করা ৪৯ কোটি টাকার বিনিয়োগ ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টকে। একইসঙ্গে এই বিনিয়োগের বিপরীতে প্রযোজ্য সুদও আদায় করে সংশ্লিষ্ট ৬ মিউচুয়াল ফান্ডের একাউন্টে জমা করতে হবে। এর জন্য কোম্পানিটিকে ৩০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নির্দেশ দিয়েছে।

নির্ধারিত সময়ে বিনিয়োগ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে কোম্পানিটির ৪ জন কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা গুণতে হবে। এছাড়াও ১ কোটি টাকা জরিমানা দিতে হবে কোম্পানিটিকে। অনলাইন পত্রিকা বিডিনিউজটুয়েন্টিফোরে বিনিয়োগে অনিয়মের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৬৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট ফান্ডগুলোর বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ভূমিকা ও দায়দায়িত্ব নিরুপনে তদন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ’কে ৪ কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিধিবহির্ভূতভাবে এলআর গ্লোবাল পরিচালিত মেয়াদি মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ও মার্কেন্টাইল ব্যাংক মিউচুয়াল ফান্ড থেকে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করেন। বিডিনিউজের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১২ হাজার ৫০০ টাকা করে কেনা হয়।

এ বিষয়ে বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিডিনিউজে বিনিয়োগ এবং তা ফিরিয়ে আনার যৌক্তিকতা সম্পর্কে বলা হয়, উক্ত বিধিবহির্ভুত বিনিয়োগের ফলে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় এ বিষয়ে তদন্ত পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন আইনী প্রক্রিয়ায় শুনানী শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.