গবেষণা, উন্নয়ন, ইন্টার্নশিপ এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সিঙ্গার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান গবেষণা ও উন্নয়ন প্রকল্প, জ্ঞান বিনিময়মূলক কর্মশালা, ইন্টার্নশিপ প্রোগ্রাম, চাকরির বিজ্ঞপ্তি ও রেফারেল এবং ক্যারিয়ার মেলা আয়োজন ও অংশগ্রহণে একসঙ্গে কাজ করবে।
বুয়েট উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম বদরুজ্জামান, উপ-উপাচার্য এ হাসিব চৌধুরী এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ, মানবসম্পদ পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এবং ফ্যাক্টরি ডিরেক্টর হাকান অলতিনিসিক। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।
এই সমঝোতা স্মারক শিল্প ও শিক্ষার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশীদারিত্বের এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.