সাকিবের হাফ সেঞ্চুরিতে দেড়শ পার দুবাইয়ের

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) এবারের আসর শুরু হচ্ছে আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস। এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারা টসে হেরে আগে বোলিং করবে সেন্ট্রাল স্ট্যাগস।

একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও অন্যপ্রান্তে দুবাই ক্যাপিটালসকে টানছিলেন সেদিকউল্লাহ অটল। বাঁহাতি আফগান ওপেনারকেও ফিরতে হয় ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে। ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দুবাই। সফরকারীদের হয়ে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসানের শুরুটা বেশ ভালো হয়েছে। নিজের খেলা প্রথম বলেই চার মেরেছিলেন তিনি। পরের ওভারে ব্লেইর টিকনারকেও চার মেরেছিলেন। তবে একের পর এক উইকেট হারানোর দেখেশুনে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার।

যদিও মাঝে জীবন পেয়েছেন তিনি। সুযোগ কাজে লাগিয়ে দুবাইকে টানছেন সাকিব। আঙ্গুস শ’কে ছক্কাও মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। ধারাবাহিকতা বজায় রেখে ম্যাথু ফোর্ডকে চার মেরে ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.