আমদানি–রপ্তানি নিরবচ্ছিন্ন রাখতে এনবিআরের নির্দেশ

কাল ও পরশু দেশের আমদানি–রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে দেশের কাস্টম হাউসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর এই নির্দেশ দিয়েছে।

চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, আইসিডি (কমলাপুর), মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারকে এ–সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের প্রধানদের চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েক দিন দেশের আমদানি–রপ্তানি পণ্য চালান ছাড়প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এ জন্য কাল ও পরশু এসব কাস্টম হাউসের ছুটির দিনেও আমদানি–রপ্তানিসংক্রান্ত কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.