ভারতের বাজারে বিদ্যুৎ বিক্রির অনুমতি চায় আদানি

ভারতের ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ দেশটির খোলাবাজারে বিক্রি করতে চায় আদানি পাওয়ার। এ জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।

পিডিবি বলছে, তারা আদানির প্রস্তাবে রাজি হবে, যদি কোম্পানিটি কয়লার দাম কমায়।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে পিডিবির সঙ্গে বিরোধ রয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বারবার আলোচনা হলেও সুরাহা হয়নি। পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছেন, সিদ্ধান্ত জানানোর মতো পর্যায়ে বিষয়টি এখনও পৌঁছেনি। আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে। চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাণিজ্যিক লেনদেনও কমে আসে। এ পরিস্থিতিতে গত আগস্টে অন্য দেশে রপ্তানির জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করে দেশটির সরকার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.