মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সঠিক সময়ে ইরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে চান।
বুধবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
ট্রাম্প বলেছেন, ‘আমরা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি যাতে তাদের সুযোগ দেওয়া যায়… এবং আমি ইরানের ওপর থেকেও সঠিক সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাই যাতে তারা শান্তিপূর্ণভাবে পুনর্গঠন করতে পারে। ’
তিনি বলেন, ‘আমি আশা করি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে। ’
ট্রাম্প আরও বলেন, ‘তিনি এমন একটি পরিস্থিতি কল্পনাও করতে পারেন না যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে। ’
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা আবারও পূর্বনির্ধারিত সময়সূচিতে ফিরে এসেছে, আগামীতে নরওয়ের অসলোতে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ২২ জুন মার্কিন বি-২ বোমারু বিমান ইরানের ফোর্দো এবং নাতানজ পারমাণবিক স্থাপনায় ১৪টি জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর (এমওপি) বোমা নিক্ষেপ করে, যা বাঙ্কার বাস্টার নামেও পরিচিত। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানের অংশ হিসেবে ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় কয়েক ডজন সাবমেরিন-ভিত্তিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনার কথা ছিল কিন্তু ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে। আর এই যুদ্ধে ইসরাইলকে সমর্থন জানিয়েই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
পরে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের অবসান ঘটে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.