শেষ ম্যাচে টসে হারল বাংলাদেশ, ফিরলেন তাসকিন

সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তাই ১-১ ব্যবধানে সমতায়। সিরিজ জয়ের লক্ষ্যে ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। ফলে ফিল্ডিং করছে বাংলাদেশ।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দ্বিতীয় ওয়ানডে খেলেননি তাসকিন আহমেদ। শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন তিনি। ফলে এই ম্যাচে খেলবেন না হাসান মাহমুদ। বাংলাদেশ দলে আর পরিবর্তন নেই। শ্রীলঙ্কা দলেও পরিবর্তন নেই।

এদিকে প্রথম সাফল্য পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ইনিংসের চতুর্থ ওভার পর্যন্ত। সেই ওভারের প্রথম বলেই নিশান মাদুশকাকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। এই পেসারের ওভার দ্য উইকেটে করা অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মাদুশকা।

বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও আসিথা ফার্নান্দো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.