ই-গভর্নেন্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছে আইসিবি

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর ই-গভর্নেন্স ও উদ্ভাবন পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে “অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান” ক্যাটেগরিতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রথম স্থান অর্জন করেছে।

এছাড়াও ইনোভেশন শোকেসিং ২০২৪-২৫ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর আয়কর সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান উদ্ধাবনী ধারণাটিকে শ্রেষ্ঠ উদ্যোগ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ উপলক্ষ্যে গত ৩ জুলাই তারিখে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তবর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর নিকট হতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ পুরস্কার এবং সার্টিফেকট গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর সচিব নাজমা মোবারেক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.