আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির বৈঠকে ডিএপি ও ইউরিয়া সার কেনা এবং এলএনজির কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএনজি এলে সারের সরবরাহ বাড়বে।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, সেটাই চূড়ান্ত। এরপরও কোনো প্রজ্ঞাপন নেই, আগেও নেই। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন; আমি কেবল প্রজ্ঞাপন জারি করেছি।’
বন্দরের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। পণ্য যা বন্দরে ঢুকেছে, সেগুলো এখন জাহাজীকরণ হবে। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে খুব বেশি ক্ষতি হয়নি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.