আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে সব ব্যাংক

রাজস্ব আহরণে সহায়তায় অর্থবছরের শেষ দিনে আজ (৩০ জুন) দেশের সব ব্যাংকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লেনদেন চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দফতর থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ (সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণত সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা থাকে বিকেল ৪টা পর্যন্ত। তবে আজকের দিনে রাজস্ব জমাদানে ব্যবসায়ীদের বাড়তি সময় দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান কর্মবিরতির কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব জমা দিতে পারেননি। এতে তাদের অতিরিক্ত জরিমানার ঝুঁকি তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে আজকের দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংককে ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.