ডেঙ্গুতে মৃত্যু আরও ২, হাসপাতালে ভর্তি ৩২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ২ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৮৭০ জন।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

অধিদফতর জানায়, এই মাসে এখন পর্যন্ত ৪ হাজার ৫২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৩১৮ জন, বাকি ৭৬৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪৩ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪৩ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৬ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৫ জন , রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৯ এবং সিলেটে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৫ জন রোগী পাওয়া গেছে।

এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন এবং জুনে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.