গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেনি তিনি।

জবাবে তিনি বলেন যে তিনি মনে করেন, মূলত কয়েক দশক। আমি মনে করি তারা যদি এটি পেত তাহলে তারা নরকে যেত….সবশেষ তারা সমৃদ্ধকরণ করতে চেয়েছিলো।

তিনি বলেন, ওই আঘাত যুদ্ধের সমাপ্তি টেনেছে।

এখানে বলে রাখা দরকার যে পেন্টাগনের একটি গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি এবং সম্ভবত এটি ‘কয়েক মাস পিছিয়েছে’।

ট্রাম্প ইসরায়েল ও ইরানের সংঘাতের বর্ণনা দিয়েছেন এভাবে, “দুটি বাচ্চা একই স্কুল প্রাঙ্গনে”।

ওদিকে ট্রাম্প জানিয়েছেন যে গাজা যুদ্ধের ক্ষেত্রেও “বড় অগ্রগতি” হচ্ছে। গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.