ইসরায়েলের সঙ্গে এখনও কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত কোনো সমঝোতা চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’এ দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, তেহরান সময় ভোর ৪টার মধ্যে যদি ইসরায়েলি শাসকগোষ্ঠী তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদের পক্ষ থেকে আর প্রতিক্রিয়া জানানোর কোনো পরিকল্পনা থাকবে না।
তিনি আরও বলেন, আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে গৃহীত হবে।
এই মন্তব্যে ইঙ্গিত মিলেছে যে, আলোচনার দরজা এখনো খোলা থাকলেও চূড়ান্ত যুদ্ধবিরতি এখনো নিশ্চিত নয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.