রাতভর যেসব স্থানে মার্কিন হামলা চালানো হয়েছে, তার হাই রেজ্যুলেশনের কোন স্যাটেলাইজ ইমেজ এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে, স্যাটেলাইট ইমেজ সরবারহকারী প্রতিষ্ঠান ম্যাক্সার গত কয়েকদিন আগে তোলা ফোর্দো পারমাণবিক কেন্দ্রের কিছু ছবি শেয়ার করেছে।
ম্যাক্সার জানিয়েছে, গত ১৯ ও ২০ জুন তোলা এসব ছবিতে ভূগর্ভস্থ সামরিক স্থাপনাটির প্রবেশপথের আশপাশে অস্বাভাবিক ট্রাক ও যান চলাচল করতে দেখা গেছে।
প্রথম ছবিতে দেখা যায়, একটি টানেলের প্রবেশপথের দিকে যাওয়া সড়কের পাশে ১৬টি পণ্যবাহী ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর পরবর্তী ছবিতে মূল স্থাপনার কাছে ট্রাক ও বুলডোজার দেখা যায়।
ওই পারমাণবিক কেন্দ্রের আশপাশে নতুন করে খনন কাজ চলেছে বলেও ম্যাক্সার সরবারহকৃত স্যাটেলাইট ইমেজে দেখা যায়। একই সাথে টানেলের প্রবেশপথের ভেতরেও মাটি খোঁড়ার চিহ্ন রয়েছে, যা ইঙ্গিত দেয় যে, ইরান সম্ভবত হামলার আশঙ্কায় স্থাপনাটি আরও সুরক্ষিত করার চেষ্টা করছিল।
ম্যাক্সার জানিয়েছে, শুক্রবার তোলা আরও একটি ছবিতে ফোর্দো স্থাপনা থেকে প্রায় এক কিলোমিটার দূরে নতুন করে নির্মিত প্রতিরক্ষা কাঠামোর চিহ্নও দেখা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.