সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (১৫ জুন থেকে ১৯ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩৫ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ২৪ দশমিক ৫৬ শতাংশ দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাহিন স্পিনিং লিমিটেড। এছাড়া ২০ দশমিক ৯৮ শতাংশ দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, স্টাইলক্রাপ্ট লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বিডি থাই অ্যানুমিনিয়াম লিমিটেড, ন্যাশনাল ইউজিং লিমিটেড এবং অ্যাপেক্স ফুড লিমিটেড।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.