ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, যাত্রী ও বিমানের সুরক্ষায় দেশটির আকাশসীমা স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে।
গত শুক্রবার ইসরায়েল ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে দেশটির আকাশসীমা বন্ধ রয়েছে।
সেসময় থেকে বিকল্প রুটে বিমান চলাচল করছে।
আইআরএনএ আরও বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.