মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের জোট জি সেভেন।
নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা জানায়, তারা ওই দুই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে আমরা আবারও বলছি যে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তার প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
জি সেভেন নেতারা বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের’ প্রধান উৎস হিসাবে ইরানকে চিহ্নিত করেন জি সেভেন নেতারা।
জি সেভেন-এর ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলছি যে ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।। আমরা চাই, ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়েই পুরো অঞ্চলের অস্থিরতা হ্রাস পাক। এর মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত।
পাশাপাশি, বিশ্ববাজারে জ্বালানি নিয়ে যে অস্থিতিশীল অবস্থা চলছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.