ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ২২৪

ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে পাঁচ নিহত হয়েছেন, বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েলের পারস্পরিক হামলায় ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে।

এদিকে, তেল আবিব থেকে ৯০ কিলোমিটার দূরের ইসরায়েলি বন্দর নগরী হাইফায় ইরানের সাম্প্রতিক হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান।

সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, ঘটনাস্থলে আগুন লেগেছে।

জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পর তারা “ক্ষতিগ্রস্ত স্থানে” ছুটে যাচ্ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় তাদের দেশে ২২৪ জন নিহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.