দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ত ব্যাংক-বিমা সহ সরকারি প্রতিষ্ঠান

ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন ছুটি শেষ হয়েছে। এই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। দীর্ঘ ছুটি শেষে আজ রোববার কর্মব্যস্ত ব্যাংক-বিমা ও সরকারি প্রতিষ্ঠানগুলো।

ঈদের আগে ৫ জুন সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল আজহা ও বিশেষ ছুটি মিলে ১৪ জুন পর্যন্ত বন্ধ ছিল।

তবে ব্যাংক বন্ধ থাকলেও কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ ছিল। পয়েন্ট অব সেলে (পিওএস) গিয়ে লেনদেন হয়েছে। তবে এসব সেবা নিরবচ্ছিন্ন ছিল না। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। এ সময়ে সব ধরনের ইন্টারনেটভিত্তিক লেনদেনের ব্যবস্থা চালু আছে। পাশাপাশি বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু রয়েছে।

টানা ছুটির কারণে এবার ব্যাংকারদের বড় অংশ বাড়তি ছুটি নেয়নি। পাশাপাশি ব্যাংক খোলার অপেক্ষায় ছিল গ্রাহকদেরও অনেকে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.