ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।
শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, আইআরজিসি এরোস্পেস ডিভিশন কর্তৃক অপারেশন ট্রু প্রমিজ -৩ অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
ইসরাইলের কৌশলগত ওই লক্ষ্যবস্তুতে একাধিক বার সফলভাবে আঘাত করা হয়েছে বলে জানান সাবেক নিহত প্রেসেডিন্ট ইব্রাহিম রায়েসি প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি।
তিনি -লক্ষ্যবস্তুতে নেভাতিম বিমানঘাঁটি এবং ওভদা বিমানঘাঁটির কথা উল্লেখ বলেন, এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর-মধ্য এবং দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই ঘাঁটিগুলিতে কমান্ড এবং নিয়ন্ত্রণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর স্থানগুলির মধ্যে এটি ছিল বলে তিনি উল্লেখ করেন।
তেল আবিব শহরের কাছে অবস্থিত ইসরাইলের তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানা ওয়াহিদি।
আইআরজিসি কমান্ডারের মতে, ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিশোধের সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক-শিল্প কেন্দ্রগুলিতেও হামলা চালানো হয়েছে। পার্সটুডে
The first aerial images have been released, revealing extensive destruction in Rishon LeZion, south of Tel Aviv, following Iranian missile strikes. The photos show widespread damage to residential areas as emergency crews continue search and recovery operations. pic.twitter.com/FCm9zXmXT2
— OSINT Aggregator (@AggregateOsint) June 14, 2025
Explosions continue in Tel Aviv. pic.twitter.com/9lkMOgpjYl
— Clash Report (@clashreport) June 13, 2025
The scenes in Tel Aviv and Israel following Iran’s response.
At least 9 buildings completely destroyed. pic.twitter.com/zNjSj1FvY7
— Suppressed News. (@SuppressedNws) June 13, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.