ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের বৈঠক নিয়ে ‘ধোঁয়াশা’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কানাডায় সফররত থাকায় তার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময়সূচি নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তবে, ড. ইউনূসের সফরকালীন সময়ের মধ্যে প্রধানমন্ত্রী স্টারমার দেশে ফিরতে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, ১৪ জুন পর্যন্ত অধ্যাপক ইউনূসের লন্ডনে অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল (সূচি) পাওয়া গেলে বৈঠক হতে পারে।

প্রেস সচিব শফিকুল আরও বলেন, ডরচেস্টার হোটেলে মঙ্গলবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এবং দুপুর সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর বেলা দুইটায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বিকেল সাড়ে পাঁচটায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.