বাড়বে মোটরের দাম, ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাজেটে দুঃসংবাদ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাটারিচালিত রিকশায় ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। ফলে ব্যাটারিচালিত রিকশা তৈরিতে খরচ বাড়ছে।

আজ সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির কাছে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের মোট বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

অর্থ উপদেষ্টা জানান, ব্যাটারিচালিত রিকশার ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে।

উল্লেখ্য, ঢাকাসহ সারা দেশে বিপদজ্জনক বাহনের নাম ব্যাটারিচালিত রিকশা। অনিয়ন্ত্রিত পরিবহন ব্যাটারিচালিত রিকশার দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.