পিএসজি সমর্থকদের বিজয় উদযাপনে সংঘর্ষ, নিহত ২ ও গ্রেপ্তার ৫৫৯

উরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) চমকপ্রদ ৫-০ জয়ের পর ফ্রান্সের প্যারিসের রাস্তায় নেমে আসে হাজারো ভক্তরা। এ বিজয় উদযাপনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিএসজি সমর্থকরা। রাতভর এ সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সেই সাথে গ্রেফতার করা হয়েছে অনেক সমর্থকদের বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খবর আল জাজিরা, বিবিসি নিউজ

পিএসজি জার্মানির মিউনিখে ইন্টার মিলানকে হারানোর পর প্যারিস শহরজুড়ে গাড়ির হর্ন, উল্লাস, রাস্তায় গান ও আতশবাজির মাধ্যমে সারারাত উদযাপন চলছিলো। তবে, শাম্পস-এলিসে অ্যাভিনিউতে ভিড় জমায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজধানীতে ৪৯১ জনকে গ্রেফতার করা হয়। সারাদেশে মোট গ্রেফতার সংখ্যা ৫৫৯।

শাম্পস-এলিসে থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ১৫তম অ্যারোন্ডিসমেন্টে একটি স্কুটার চালক গাড়ি ধাক্কায় নিহত হন।

এছাড়াও ১৭ বছরের এক কিশোর পিএসজির জয় উদযাপনের সময় ছুরিকাঘাতে নিহত হয়। অভিযুক্ত পলাতক রয়েছে। তবে, এই মৃত্যুটি ম্যাচের সাথে সম্পর্কিত কি না তা নিশ্চিত নয়।

পিএসজির জয় উদযাপনরত এক পরিবারের চার সদস্য গাড়ি ধাক্কায় আহত হন (দুইজন গুরুতর)। ড্রাইভার তখনই আত্মসমর্পণ করেছেন এবং প্রাথমিকভাবে মাদক বা অ্যালকোহলের প্রভাব নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

প্যারিসে পুলিশ ওয়াটার ক্যানন ব্যবহার করে শাম্পস-এলিসে ও আর্ক ডি ট্রায়ম্ফের দিকে ভিড় ঠেকায়। কিছু উত্তেজিত ভক্ত বড় আতশবাজি ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।

বেশিরভাগ ভক্ত শান্তিপূর্ণভাবে উৎসব করলেও, পার্ক ডেস প্রিন্স স্টেডিয়াম ও শাম্পস-এলিসে সংলগ্ন এলাকায় কিছু সংঘর্ষ হয়।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, গতরাতের সংঘর্ষ ও সহিংসতাকে ‘অগ্রহণযোগ্য ও অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।

যদিও সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারপরও রোববার (১ মে) বিকেলে পিএসজির বিজয় মিছিল প্যারিসের কেন্দ্রে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে। তবে, নিরাপত্তা জোরদার করে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.