হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হারল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই লড়াই করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশ ফেরানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে চলেছে বাংলাদেশ।

এমন সিরিজে পাওয়ার কিছু না থাকলেও শেষ ম্যাচ জিতে সান্ত্বনা খুঁজতে পারে বাংলাদেশ দল। সেই লক্ষ্যেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। ফলে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

এই ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে যাওয়া শরিফুল ইসলামের জায়গায় খেলছেন খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ- পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.