স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য: মীর্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, স্টারলিংককে আনা হয়েছে আরাকান আর্মির জন্য। যে করিডরের কথা বলা হচ্ছে তা দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় ভার্চুয়ালি তাতে সংযুক্ত হয়ে বক্তব্য শুনছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন, করিডর, সাজেক, ডিপিওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে আমরা বুঝি কী করতে চাচ্ছেন। স্টার লিংক এনেছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য- এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্টমার্টিন কার জন্য- বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেয়ার জন্য।

তিনি আরও বলেন, এ সরকারের মাথা থেকে পচন ধরেছে এবং নিচ পর্যন্ত পচে গেছে। এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে। সুতরাং নির্বাচন দরকার। নির্বাচনে যে কোনো দল আসে আসুক।

প্রসঙ্গত, মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.