দর পতনের শীর্ষে আইএসএন লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (২৫ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে আইএসএন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫১ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইন্ডসোরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেডের দর কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস, এনটিসি, এপেক্স ট্যানারি, বসুন্ধরা পেপার, শাইনপুকুর সিরামিকস, কেয়া কসমেটিকস এবং তাকাফুল ইন্স্যুরেন্স।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.