বেকারির দোকান থেকে চাঁদা দাবি করার সময় সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ দুইজন সাংবাদিক পরিচয়দানকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে শেখ আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার মগরখাল গ্রামের মো. জয় সরদার (৩০) ও ঢাকার উত্তরার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ আমিরুল ইসলাম এর আগেও ম্যাজিস্ট্রেট পরিচয়ে তিন থেকে চার বার চাঁদাবাজির চেষ্টা করেছিলেন। বেকারির মালিক ও কর্মচারীরা তাকে চিনে ফেলেন। বুধবার ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’ নামে সংগঠনের পরিচয় দিয়ে তারা প্রথমে ৩ হাজার টাকা নেন। এরপর আরও টাকা দাবি করলে সন্দেহ হলে জনতা তাদের আটক করে।
পরে তারা একই বাজারের অন্য একটি বেকারিতেও চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তিনজনকে ধরে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.