পুশইন নয়, প্রপার চ্যানেলে পাঠাতে বলেছি ভারতকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুশইন নয়, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের প্রপার চ্যানেলে পাঠাতে বলা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অংশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। ভারতের কাছে চিঠিও দেয়া হয়েছে। বলেছি, পুশইন না করে প্রপার চ্যানেলে পাঠাতে।’

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের পুশব্যাকের চিন্তা নেই। প্রপার চ্যানেলে পাঠাব।’

শনিবার (১৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অংশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। ভারতের কাছে চিঠিও দেয়া হয়েছে। বলেছি, পুশইন না করে প্রপার চ্যানেলে পাঠাতে।’

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের পুশব্যাকের চিন্তা নেই। প্রপার চ্যানেলে পাঠাব।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.