৬ কোটি রুপিতে দিল্লিতে মুস্তাফিজ

ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।

অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি।

দিল্লি বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর অংশ নেবেন না। তাই মোস্তাফিজকে বদলি হিসেবে দলে নিয়েছে তারা।

একই ফ্র্যাঞ্চাইজিতে বামহাতি পেসার ২০২২ ও ২০২৩ সালেও খেলেছেন। গত মৌসুমে অবশ্য খেলেছেন চেন্নাই সুপার কিংসে। দিল্লি তাকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.