জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এক অভিযানে তিন চরমপন্থী নিহত হওয়ার দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।
সামাজিক মাধ্যম এক্স- এ এক পোস্টে ভারতীয় আর্মি এ তথ্য দিয়েছে। এতে দেয়া তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনী কেলারের বনে চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
পোস্টে বলা হয়, সোপিয়ান জেলার কেলারের ফরেস্ট এলাকায় কিছু সন্ত্রাসীরা উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়েছিলো ন্যাশনাল রাইফেলস। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের নির্মূল করা হয়।
ওই পোস্টে আরও বলা হয়, অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালায়। পাল্টা হামলায় তিন বিপজ্জনক সন্ত্রাসী নিহত হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.