এজিএমের তারিখ পরিবর্তন করেছে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি তার ৪২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকটির এজিএম ১০ দিন পেছাচ্ছে।  শনিবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির ৬৮১তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

সিটি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৯ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর আগের সিদ্ধান্ত অনুসারে ১৯ জুন এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কেন এজিএমের তারিখ পাল্টানো হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ব্যাংকটির পক্ষ থেকে ‘অনবার্য কারণ’ এর কথা বলা হয়েছে।

তারিখ পেছানোর সিদ্ধান্ত হলেও আজকের পর্ষদ সভায় এজিএমের সময় এবং ভেন্যু সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। এগুলো চূড়ান্ত হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

তবে এজিএমের তারিখ পরিবর্তন হলেও রেকর্ড তারিখ অপরিবর্তিত থাকবে। গত ২৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় ২২ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। উল্লেখ, রেকর্ড তারিখ হচ্ছে এমন একটি নির্দিষ্ট দিন, ওইদিন যার কাছে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার থাকে, তিনি বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির (লভ্যাংশ ঘোষণা করা হয়ে থাকলে) জন্য যোগ্য বিবেচিত হন।

গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়, যার মধ্যে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১২.৫০ শতাংশ বোনাস। সর্বশেষ বছরে ব্যাংকটি হাজার কোটি টাকার রেকর্ড নিট মুনাফা করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.