দরবৃদ্ধির শীর্ষে মাগুরা মাল্টিপ্লেক্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন মাগুরা মাল্টিপ্লেক্স ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড, আইএফআইএল ইলসামিক মিউচ্যুয়াল ফান্ড ১, আইসিবি ইমপ্লোইজ এমএফ ১: স্কিম ১, মোজাফফর হোসেন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, আইসিবি সোনালী ১ এবং প্রভাতী ইন্স্যুরেন্স।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.