লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন হয়েছে ১২ কোটি ৪৪ লাখ টাকার। আর ১০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, গ্রামীণফোন, শিপিং কর্পোরেশন, মীর আক্তার হোসেন, শাইনপুকুর সিরামিকস, ফাইন ফুডস এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.