ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ফের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, সাভার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ডাকাত অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে ব্যাংক টাউনে এলাকাতেই নেমে যায়।
তাইফুর রহমান নামে এক যাত্রী বলেন, আমার পরিবারের সদস্যদের নিয়ে সাভার পরিবহনের বাসে করে ঢাকা যাচ্ছিলাম। এ সময় পথে ব্যাংক টাউন এলাকায় বাসটি পৌঁছালে কয়েকজন ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। তখন আমার স্ত্রীর স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাতদল।’ এই বলে ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে বাসটি দারুসালাম থানায় রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি দারুসালাম থানায় আটক রয়েছে। আমাদের থানার পুলিশের একটি টিম দারুসালাম থানায় পাঠিয়েছি। মূলত ডাকাতরা চন্দ্রা বা গাজীপুর এলাকা থেকে যাত্রীবেশে বাসে এসে ডাকাতি করছে বলে জানান তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.