গুজব ছড়িয়ে পরীক্ষার্থীদের বাড়তি চাপ না দেওয়ার আহ্বান

প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে এসএসসি পরীক্ষার্থীদের উপর বাড়তি চাপ তৈরি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

সি আর আবরার বলেন, ‘আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে সেটি আমাদেরকে জানাবেন। তাহলে যাচাই-বাছাই করা যাবে। পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে এর দায়-দায়িত্ব আপনাকেই নিতে হবে। অনেক প্রস্তুতির পর এই পরীক্ষা নেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের একটা মানসিক চাপ থাকে। অভিভাবক, শিক্ষকদেরও চাপ থাকে। এরমধ্যে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষার্থীদের ওপর বাড়তি চাপ যেন তৈরি না করি।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বিশেষ বিবেচনায় একটি পরীক্ষার তারিখ স্টার সানডেতে পড়েছিল, আমরা সেটি পরিবর্তন করে ২১ তারিখে নিয়েছি। খ্রিষ্টীয় সম্প্রদায় আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে। পরীক্ষা সবে শুরু, সামনের মাস পর্যন্ত চলবে। আশা করছি, পরীক্ষা সুষ্ঠু হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনার মধ্যে ছিল। অতীতের যেসব  সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানতে পেরেছি, আমরা চেষ্টা করেছি সেখান থেকে যেন না হয়। আশা করছি, আমরা সফল হব। আমরা এটিকে টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি এবং কার্যকর করেছি। এখন পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি। প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.