অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ আটক ৯

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ মার্চ) বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইল জেলার নড়াইল উপজেলার বাগডাঙ্গা গ্রামের বাকি মোল্লার ছেলে মিলন মোল্লা (২৭ ), কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মনামিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭), মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের শামসুর রহমানের ছেলে শিমুল হোসেন( ৩২), যশোরের কেশবপুর উপজেলার আদিল মোল্লার মেয়ে করিমন বিবি (৫০) এবং নড়াইল উপজেলার ছোট বাগডাঙ্গা গ্রামের শাহেদ শিকদারের মেয়ে জান্নাত (২৪), বাগডাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার মেয়ে বন্যা খাতুন (২২), বাগডাঙ্গা গ্রামের শাহেদ শিকদারের মেয়ে সোহাগী (২), নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইদুল ফকিরের মেয়ে হালিমা খাতুন (৪) ও নড়াইল উপজেলার আমবাড়ি গ্রামের আল আমিন শেখের মেয়ে সোয়াইফা (৬০)।

জানা গেছে, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.