৫ বছরের মধ্যে ইইউ দেশগুলোতে আক্রমণ করতে পারে রাশিয়া

৫ বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আক্রমণ করতে পারে রাশিয়া। এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্লকটির প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস।

এমনকি রাশিয়া ইতোমধ্যেই ইইউয়ের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া পাঁচ বছরের মধ্যে ইইউ দেশগুলোতে আক্রমণ করার জন্য প্রস্তুত এবং সক্ষম হতে পারে বলে বুধবার ব্লকটির প্রতিরক্ষা কমিশনার সতর্ক করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষার ভবিষ্যৎ নিয়ে ওয়ারশতে অনুষ্ঠিত ইইউ নিরাপত্তা ফোরামে বক্তৃতা দিতে গিয়ে আন্দ্রিয়াস কুবিলিয়াস যুক্তি দেন, রাশিয়া ইতোমধ্যেই ব্লকের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, যেমন বিভ্রান্তিকর প্রচারণা, পোল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং ফিনল্যান্ডের সীমান্তে অভিবাসীদের অস্ত্রায়ন এবং বাল্টিক সাগরে সমুদ্রের তলদেশে কেবল ক্ষতিগ্রস্ত করা।

রাশিয়া একটি যুদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে এবং ফলস্বরূপ সমস্ত ন্যাটো সদস্যদের মিলিত অস্ত্রের চেয়েও বেশি অস্ত্র উৎপাদন করছে উল্লেখ করে তিনি বলেন: “আমরা যদি কিছু না করি, তাহলে শিগগিরই এই হাইব্রিড আক্রমণের পরে সামরিক আক্রমণও শুরু হতে পারে।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.