চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। 

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। মাইক্রোবাস দুটি কক্সবাজারমুখী ছিল৷ বাসটি ছিল চট্টগ্রামমুখী। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে মাইক্রোবাসের পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয়। হতাহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসে ছিলেন। ওই গাড়ির চালকও নিহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.