‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’

হার্ট অ্যাটাক হয়ে খানিকটা চিকিৎসা নেয়ার পর এই প্রথমবারের মতো ভক্তদের উদ্দেশে মুখ খুলেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ভক্তদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে মহান আল্লাহতা’আলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পাঠকদের জন্য তামিমের সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো- দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে- এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়- এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.