বনানী সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা

ট্রাকচাপায় সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জানাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাক শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।

বনানী থানার উর্ধ্বতন কর্তকর্তা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হয়েছেন এবং পোশাকশ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন।

সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। পরে পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.