দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ লেবাননের আনসার এবং জ্রেরিহ শহরের মধ্যবর্তী এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি বিমান থেকে লিটানি নদীর কাছের এলাকাগুলোতে হামলা চালানো হয় যার মধ্যে রয়েছে আইশিয়া, ওয়াদি জেবকিনের উপকণ্ঠ এবং আইতা আল-জাবাল এবং বেইত ইয়াহুনের মধ্যবর্তী এলাকা।

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও বিমান হামলা করা হয়েছে। গত ২৬ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল এবং পর দিন থেকে কার্যকর হয়।

লেবাননে আগ্রাসন চালিয়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরাইল সরকার হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। তারপরও ইসরাইল লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে চলেছে।

গত ২ ডিসেম্বর ইসরাইলি বাহিনী চুক্তির প্রথম পাঁচ দিনের মধ্যে ৫২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এ পর্যন্ত কমপক্ষে ২৫৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে যার ফলে ২০ ডিসেম্বর পর্যন্ত ৩১ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। এ নিয়ে লেবানন জাতিসংঘে অভিযোগ করলেও তেমন কোনো প্রতিকার মেলেনি। পার্সটুডে

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.