পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে তিনজন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রায় ৭৪ জন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থাটি জানায়, পেরুর উত্তরাঞ্চলে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সে ছাদ ধসের ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ওই শপিং সেন্টারের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে এই ধসের ঘটনা ঘটে।
এ ঘটনায় শতাধিক দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল।
আমেরিকা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.