গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনাস ঘটে।
নিহতেরা হলেন মন্টু শেখ ও আরিফ হোসেন। দুজনেই দুর্ঘটনাকবলিত টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক ও চালকের সহকারী। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
জানা গেছে, টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। বাসটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে সাম্পান রেস্টুরেন্টে ঢুকতে থাকা সোহাগ পরিবহনের অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ১২ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাহাদাৎ হোসেন দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.