আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ার কারণেই বেশ স্বাচ্ছন্দ্যে আছেন বিরাট কোহলি। কারণ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপেও ভারতের প্রথম প্রতিপক্ষ ছিল সেই আসরের সহ-আয়োজক বাংলাদেশ। এরপর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। এই দুটি আসরেই শিরোপা জিতে ভারত, অবধারিতভাবে দুই দলেই ছিলেন কোহলি।
ব্রডকাস্ট চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এর আগে বাংলাদেশের বিপক্ষে দুইবার আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুইবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই তাদের (বাংলাদেশ) বিপক্ষে শুরুটা হলে সেই টুর্নামেন্ট আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।’
এদিকে সাত বছরের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শীর্ষ আট দল এই আসরে খেলায় প্রতি ম্যাচেই টানটান উত্তেজনা বিরাজ করে। এ কারণে এই টুর্নামেন্টের প্রতি বাড়তি ভালোবাসা কাজ করে কোহলির।
তিনি আরও বলেন, অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগত ভাবে খুব ভাল লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। (সুযোগ পেতে) তাই সারা বছরই ভালো খেলতে হয়। প্রথম সারির দলগুলো খেলায় টানটান লড়াই হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি বেশ ছোটো হওয়ায় কিছুটা দুশ্চিন্তাও আছে তার। এসব আসরে সাধারণত হারলেই চাপ বহুগুণে বেড়ে যায়। সেই আশঙ্কার কারণে শুরু থেকেই সতর্ক থাকার ইঙ্গিত কোহলির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.