শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রতিবারের মতো এবারও শহীদ মিনারে প্রথমে ভিভিআইপি, তারপর ভিআইপি এবং পরবর্তীতে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলী ।

ডিএমপি কমিশনার বলেন, তিন ধাপে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হবে। এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে। রাতে যারা আসবেন, তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি আরো বলেন, ২১শে ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকব আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে। এক কিলোমিটারের মধ্যে থাকবে মোবাইল টিম।

জামিনে ছাড়া পাওয়া সন্ত্রাসীদের শঙ্কা নিয়ে তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে যে সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদেরকেও আমরা নজরে রেখেছি। তারা যে খুব মুক্তভাবে ক্রাইম করতে পারছে তা কিন্তু না।

এ ছাড়া ট্রাফিক নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, এক কিলোমিটারের ভেতরে যেন কোনও গাড়ি প্রবেশ না করতে পারে সেটা নিশ্চিত করতে আমরা ৭টি স্থানে ব্যারিকেড বসিয়ে রাস্তা বন্ধ করবো। স্থানগুলো হলো- শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পলাশী ক্রসিং, চানখারপুল ক্রসিং ও বখশীবাজার ক্রসিং। শহীদ মিনারে আসতে হলে পলাশী হয়ে স্বাধীনতা চত্বর ভাস্কর্য হয়ে জগন্নাথ হল অতিক্রম করে আসতে হবে এবং এক্সিট পয়েন্ট হিসেবে দোয়েল চত্বর হয়ে অন্য দিকে চলে যেতে দেওয়া হবে।

তিনি বলেন, ব্যারিকেড পয়েন্টে আমাদের ট্রাফিক পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্যরা থাকবেন। মূলত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যা ছয়টায় কিন্তু আমরা ঢাকা শহরের ট্রাফিকের কথা চিন্তা করে গাড়ি চলাচল বন্ধ করবো রাত ৯টায়। সেটি ৮টায়ও বন্ধ হতে পারে, নির্ভর করবে শাহবাগে কোনও আন্দোলন হয় কিনা তার ওপর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.