ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা যুক্তরাষ্ট্রে

ফিলিস্তিনি ভেবে দুই ইসরাযেলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন এক মার্কিনি। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

মিয়ামি-ডেড কাউন্টি কারেকশনের ওয়েবসাইট বলছে, সন্দেহভাজন ২৭ বছর বয়সি মর্ডেচাই ব্রাফম্যানকে শনিবারের গুলি করে দুজনকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মিয়ামি বিচ পুলিশের শেয়ার করা একটি পুলিশ প্রতিবেদনে দেখা গেছে, ব্রাফম্যান পুলিশকে বলেছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুজন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশে গুলি করেন।

তবে, তারা বেঁচে যান। তাদের মধ্যে একজনের কাঁধে গুলি লেগেছে এবং অন্যজন বাহুতে আঘাত পেয়েছেন।

পুলিশ জানিয়েছেন, তারা ইসরাইলি পর্যটক, ফিলিস্তিনি নন।

রয়টার্স ব্রাফম্যানের আইনজীবীর নাম তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি।

মানবাধিকার কর্মীরা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনিবিরোধী এবং ইহুদিবিরোধী বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.