মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং গুলশান সোসাইটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কমিউনিটি নিরাপত্তা জোরদার করা এবং জননিরাপত্তা বৃদ্ধি করার উদ্যোগে এমটিবির কর্পোরেট সামাজিক দায়বন্ধতার (সিএসআর) অধীনে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
এমটিবির কর্পোরেট হেড অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান ও গুলশান সমিতির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত চুক্তিটির আনুষ্ঠানিকতা সম্পন করেন।
এই উদ্যোগের মাধ্যমে, কমিউনিটি পুলিশ সদস্যদের মান উন্নয়ন, গুলশানে সার্বক্ষণিক টহল, নিরাপত্তা জোরদার এবং এলাকায় নিরাপত্তার জন্য এমটিবি আর্থিক সহায়তা প্রদান করবে ।
অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাফকাত হোসেন ও আব্দুল মান্নান , হেড অব গ্রুপ এইচআর, মাসুদ মুশফিক জামান ও হেড ব্র্যান্ডের, মোঃ রোজার ইবনা আজাদ, সহ গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, সৈয়দ আলমাস কবির, মহাসচিব সৈয়দ আহসান হাবীব ও ইসি সদস্য শ্রাবন্তী দত্ত সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবি ইতিবাচক সামাজিক প্রভাব এবং টেকসই উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণে সিএসআর’র মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.