চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা বাংলাদেশে দেখবেন যেভাবে

কয়েক বছরের বিরতি দিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে ৮ দলের টুর্নামেন্টে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।

১৫ ম্যাচের উদ্বোধনী দিনেই মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ১৯ দিনের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে বসে দেখার পাশাপাশি ঘরে বসে টিভিতেও দেখার সুযোগ থাকছেন। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন দেশে অনলাইনেও খেলার সুযোগ আছে। প্রথমবারের মতো ১৬টি ফিডে মোট ৯ ভাষায় সরাসরি সম্প্রচার হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা।

ইংরেজির পাশাপাশি হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পারবেন সমর্থকরা। বাংলাদেশের দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। যারা মোবাইলে খেলা দেখতে চান তারা টফি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.