পরিবারসহ সাবেক অর্থমন্ত্রীর বিরুদ্ধে ৪ মামলা

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৬৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৪৯ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন।

প্রতিটি মামলাতেই সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- তার স্ত্রী কাশমেরী কামাল এবং দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.